Logo

আন্তর্জাতিক    >>   গাজায় যুদ্ধবিরতি আটকে হামাসের তালিকা হস্তান্তর

গাজায় যুদ্ধবিরতি আটকে হামাসের তালিকা হস্তান্তর

গাজায় যুদ্ধবিরতি আটকে হামাসের তালিকা হস্তান্তর

গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাস রবিবার (১৯ জানুয়ারি) ইসরাইলকে তিন জিম্মির নামের তালিকা হস্তান্তর করেছে। এই তালিকা অনুযায়ী, প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া তিন নারী জিম্মির নাম হলেন রোমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচার।

ইসরাইলের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই তালিকা চুক্তির শর্তানুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি পাওয়া বন্দিদের তালিকা। তবে, এর আগে ইসরাইল অভিযোগ করেছে যে, হামাস প্রথমে তালিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে, যার কারণে যুদ্ধবিরতি শুরু হতে বিলম্ব হয়।

প্রথমে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও, হামাসের জিম্মিদের তালিকা হস্তান্তর না করার কারণে ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর করতে অস্বীকৃতি জানায়। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে জানান, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করবে, ততক্ষণ পর্যন্ত গাজায় ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, হামাসের তালিকা না পাওয়া পর্যন্ত গাজার আকাশে বোমা হামলা চলতে থাকবে।

এদিকে, হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ এবং কারিগরি সমস্যার কারণে তালিকা দেওয়ার কাজ বিলম্বিত হয়েছে। হামাস জানায়, তারা যে কোন মুহূর্তে তালিকা পাঠাবে।

যুদ্ধবিরতির আটকে যাওয়ার পর ইসরাইলি বাহিনী গাজায় আবারো হামলা চালাতে শুরু করে। ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে শিশুসহ অনেকেই রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই জানিয়ে দিয়েছিলেন যে, জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। এখন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর না হওয়ার কারণে গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।

হামাস জানিয়েছে যে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, তালিকা পাঠানোর বিলম্ব এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরাইলের অসন্তোষের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন গাজায় কীভাবে পরিস্থিতি উন্নত হয় এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হয় তার দিকে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert